ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লিভ টু আপিল খারিজের নির্দেশ প্রত্যাহারের আবেদন ড. ইউনূসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
লিভ টু আপিল খারিজের নির্দেশ প্রত্যাহারের আবেদন ড. ইউনূসের

ঢাকা: ড. মুহাম্মদ ইউনূসের আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেওয়া আপিল বিভাগের আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ প্রত্যাহার আবেদন ‘রিকল অ্যাপ্লিকেশন’  জমা দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী ও কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস চেম্বারের সদস্য ব্যারিস্টার তানিম হোসেন শাওন।



বুধবার এ আবেদনের ওপর শুনানী অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ড. ইউনূসের দায়িত্ব পালন প্রশ্নে হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঙ্গলবার খারিজ করে দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এবিএম খায়ারুল হকের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এ শুনানি নেওয়ার পর এ আদেশ দেন।

এর আগে ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক।   ৩ মার্চ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণব্যাংকের নির্বাচিত নয় জন পরিচালক এর বিরুদ্ধে দুটি রিট আবেদন করেন। ৮ মার্চ  হাইকোর্ট  দু’টি রিটই খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।