ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠক

সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন প্রসঙ্গে সব সদস্য একমত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত (নারী) আসনে সরাসরি নির্বাচন প্রসঙ্গে একমত পোষণ করেছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্যরা। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংরক্ষিত আসন সংখ্য ৩৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।



মঙ্গলবার বিশেষ কমিটির ১৫তম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আব্দুল মতিন খসরুসহ কমিটির একাধিক সদস্য একথা জানান।

তারা আরো জানান, সংবিধানের ৫৬ (২) অনুচ্ছেদে টেকনোক্রাট কোটায় মনোনীত মন্ত্রীর বিধান নিয়েও আলোচনা হয়েছে মঙ্গলবারের সভায়। এ ব্যাপারে কমিটির বেশিরভাগ সদস্য ৭২ এর সংবিধানে বিধানে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

মতিন খসরু বলেন, ‘মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো সংসদের নারী আসন একশ’ করার। এ ব্যাপারে সংবিধানের ৬৫ অনুচ্ছেদ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এই একশ’ আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে কমিটি কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। ’

তিনি বলেন, ‘বিষয়টি খুব জটিল। যদি স্থানীয় সরকারের মতো মহিলা আসন দেওয়া হয় তবে তা সংবিধানের মূল চেতনার বাইরে যায়। কিন্তু একটি আসনে একাধিক সংসদ সদস্য থাকা সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী। এ কারণেই বিষয়টি নিয়ে কমিটি আরও বিস্তারিত আলোচনা করবে। ‘

মতিন খসরু আরো বলেন, ‘বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলোচনা করবে কমিটি। ’

কমিটির অধিকাংশ সদস্য নারী আসনে সরাসরি নির্বাচনের পক্ষে বলেও জানান তিনি।    

এদিকে সংবিধানের ৫৬ (২) অনুচ্ছেদে টেকনোক্রাট কোটায় মন্ত্রীত্বের বিধান নিয়ে আব্দুল মতিন খসরু বলেন, ‘৭২ এর সংবিধানে বলা হয়েছিলো-টেকনোক্রাট কোটায় মন্ত্রীত্ব পাওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচিত হয়ে সংসদে আসতে হবে। এই বিধানটিতে ফিরে যাওয়ার পক্ষে অধিকাংশ সদস্য একমত হয়েছেন। আগামীকালের (বুধবার) বৈঠকে এ ব্যপারে কমিটির মত চূড়ান্ত করা হবে। ’

এছাড়া বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনায় কমিটির অধিকাংশ সদস্য সংসদে চারটি ক্ষেত্রে ভিন্নমত না দেওয়ার বিধান রাখতে মত দিয়েছেন। এগুলো হলো- অনাস্থা প্রস্তাব, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়, অর্থবিল ও সংবিধান সংশোধন।

বৈঠকে সংবিধানের ৯৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত বিধানের আলোচনা হয়েছে জানিয়ে মতিন খসরু বলেন, ‘৯৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা না কমানোর মত দিয়েছে কমিটির সদস্যরা। তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় এ ক্ষমতা কমানোর জন্য অধিকাংশ সদস্য একমত। ’

তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশেষ ক্ষেত্রে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা থাকার সুযোগ রাখা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।