ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক জেসমিন ফেরদৌসকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সকালে তিনি চেয়ারম্যান পদে যোগদান করবেন।



জেসমিন ফেরদৌস ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
 
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এম এ মজিদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক জেসমিন ফেরদৌসকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি এই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তসলিমা আকতার বানু অবসর কালীন প্রস্তুতি ছুটিতে যাওয়ায় চেয়ারম্যানের পদ শূণ্য হয়।
 
নিয়োগ প্রাপ্ত শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জেসমিন ফেরদৌসের মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, বুধবার সকালেই তিনি দিনাজপুর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে যোগদান করবেন।

শিক্ষার মান উন্নয়ন এবং বোর্ডের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।