ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যার দায়ে স্বামীর ফাঁসি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ব্রাহ্মণবাড়িয়া: যৌতুকের কারণে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদ- দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিকেলে জেলা জজ সামসুন্নাহার বেগম এ রায় দেন।



মামলার সূত্রে জানা যায়, গত ২০০৫ সালের ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে হেনা আক্তারকে যৌতুকের কারণে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ভাই আলমগীর ঘটনার পরের দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় স্বামী মুজিবুর রহমানসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করে।

মামলাটি তদন্ত করার পর পুলিশ মজিবুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশীট দায়ের করে।

আদালত মামলাটি আমলে নিয়ে যাচাই বাছাই করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী মুজিবুর রহমানকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।