ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুর সেচ এলাকা উন্নয়নে ৯০ কোটি টাকা ব্যয় করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা:  সরকার ৮৯ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন করতে যাচ্ছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।



কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।

২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জুন প্রকল্পটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা বিভাগের পাঁচটি জেলার ২৮টি উপজেলায় অতিরিক্ত প্রায় ৩০ হাজার মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন সম্ভব হবে।

এ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর নলকূপ স্থাপন, ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ ও খাল, নালা খনন ও পুনঃখননসহ অন্যান্য সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে বছরে ১২ হাজার ৩১৮ হেক্টর আবাদযোগ্য জমিকে সেচের আওতায় আনা হবে।  

বর্তমানে প্রকল্পটি চলতি অর্থবছরের (২০১০-১১) সংশোধিত এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো ফরিদপুর, বোয়ালমারি, মধুখালী, আলফাডাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর, নগরকান্দা, সালতা, ভাংগা, গোপালগঞ্জ, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গীপাড়া, কোটালীপাড়া, রাজবাড়ী, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি, মাদারীপুর, রাজৈর, কালকিনি, শিবচর, শরীয়তপুর, নড়িয়া, জাজিরা, ডামুড্যা, ভেদরগঞ্জ ও  গোসাইরঘাট উপজেলা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।