ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ৪৬ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে ইউনিপে’র এজেন্ট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
গাইবান্ধায় ৪৬ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে ইউনিপে’র এজেন্ট

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপে টু ইউ-এর এক এজেন্ট গ্রাহকদের কাছ থেকে প্রায় ৪৬ কোটি টাকা হাতিয়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

একাধিকবার লগ্নিকৃত অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েও তা পরিশোধ না করায় মঙ্গলবার ওই এজেন্টের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কয়েক’শ বিক্ষুব্ধ গ্রাহক।



সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, উপজেলার ব্র্যাক মোড়ের স্বর্ণা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল ইসলাম শাওন ইউনিপে টু ইউ’র এজেন্সি নিয়ে ব্যবসা শুরু করেন। চমকপ্রদ অফারের মাধ্যমে অল্প দিনেই শত শত গ্রাহক সংগ্রহ করেন তিনি। তিনি গ্রাহকদের কাছ থেকে ৪৬ কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন গ্রাহকরা।

সম্প্রতি সরকার ওই এমএলএম কোম্পানির কার্যক্রম স্থগিত ঘোষণা করলে এজেন্ট শাওন অফিসে তালা ঝুলিয়ে দেন। এ পরিস্থিতিতে অর্থ ফেরত পাওয়ার আশায় গ্রাহকরা বিভিন্ন স্থানে ধর্না দিয়ে ব্যর্থ হয়ে মাসখানেক আগে শাওনের বাড়ি ঘেরাও করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় শাওন এক মাসের মধ্যে অর্থ ফেরতের আশ্বাস দিলে গ্রাহকরা শান্ত হন।

কিন্তু এ সুযোগে শাওন বসতবাড়ি ফেলে আবারও আত্মগোপন করে। এ সংবাদ গ্রাহকদের মাঝে ছড়িয়ে পড়লে কয়েক’শ গ্রাহক ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।