ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নতুন করে আবাসিক গ্যাস সংযোগ দেবে না সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা: বাসা-বাড়িতে নতুন করে আর গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গৃহস্থালী কাজে পাইপ লাইনের গ্যাসের পরিবর্তে সিলিন্ডারের এলপি গ্যাস ব্যবহার করতে হবে।



মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারের পেট্রোসেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এ কথা জানান।  

তিনি বলেন, গ্যাস ঘাটতির কথা বিবেচনা করে আবাসিক গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘পেট্রোবাংলার সাফল্য ও কর্ম পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব আরও বলেন, গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য এলপিজিকে গুরুত্ব দেওয়া হবে।

সিলিন্ডারের মাধ্যমে এলপিজি ব্যবহারকে উৎসাহিত করা হবে বলে জানান তিনি।

জ্বালানি সচিব জানান, দেশের গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় বাসাবাড়ির রান্নার পেছনে। ’

২০০৯ সাল থেকে গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী।

এলপিজির দাম বেশি বিষয়ক এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এলপিজি গ্যাসের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পাইপলাইনের গ্যাসের দামও বাড়ানো হবে। দু’টোর মধ্যে সমন্বয় করা হবে।

গ্যাস উৎপাদন বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে ব্যবহার করা হবে বলেও উপদেষ্টা জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।