ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চারঘাটের এক কেন্দ্রে বহিষ্কার ২০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

রাজশাহী: এইচএসসি পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার নকল করার দায়ে রাজশাহীর চারঘাটের একটি কেন্দ্রে ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার কারণে বালুদিয়ার বিএম কলেজের আবু কাউসারসহ তিন শিক্ষককে অব্যহতি দেওয়া হয়।

অপর দুই শিক্ষকের নাম এখনও জানা যায়নি।

রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ সালেহীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কোনও একটি কেন্দ্র থেকে এত অধিক সংখ্যক বষ্কিারের ঘটনা রাজশাহীতে এবারই প্রথম।  

কেন্দ্র সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ সালেহীন চারঘাট উপজেলার ডাকরা কলেজ কেন্দ্রের বিভিন্ন হল থেকে অসদুপায় অবলম্বনের দায়ে ওইসব পরীক্ষার্থীদের বহিষ্কার করেন।

তবে এ ঘটনাটি ছাড়া রাজশাহী বোর্ডের অধীনে এ বছর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে বলে বিভিন্ন কেন্দ্র সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে।

দুপুর পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
প্রসঙ্গত, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার  ৬৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৯ হাজার ১৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীকআষায় অংশ নিচ্ছে।   মোট ১৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা বোর্ড সূতও জানায়, এবার ১৯ হাজার ১৪১ জন অনিয়মিত পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রাইভেট ২০৭ জন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ