ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামপুরা থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা: চাঁদাবাজী, ভাংচুর ও বাদীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগে রাজধানীর রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুই উপ পরিদর্শকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হলেন, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, উপ-পরিদর্শক আজগর হোসেন, উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন ও শামিমুন নাহার লিপি।



মঙ্গলবার একই থানার খিলগাঁও তালতলার একটি বাড়ির মালিক জিয়াউন নাহার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।

মহানগর হাকিম আব্দুল কাদের শুনানি শেষে বাদীর অভিযোগ আমলে নিয়ে আদেশ বুধবার দিবেন বলে জানিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, বাদীর মেয়ে শামিমুন নাহার লিপি সঙ্গে আসামিরা অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। আসামিরা প্রায়ই লিপির সঙ্গে বাদীর বাসায় এসে রাত্রিযাপন করতো। তাদের কাজে বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদীকে তার বাড়ি ছেড়ে যেতে বলে।

এরই ধারাবহিকতায় আসামিরা বাদীকে হয়রানি করার জন্য গত বছরের ২৭ মার্চ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা বিভিন্ন সময় বাদীর বাড়ির দরজা জানালা ভাংচুর করে।

সর্বশেষ গত ১৩ মার্চ তারিখে আসামিরা মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী ফরহাদ হোসেনের মাধ্যমে নোটিশ করিয়ে বাদীকে থানায় ডেকে নিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। এর মাধ্যমে বাদীকে বাড়ি বিক্রি ও বাদীনির ছেলে আরিফুর রশিদকে বাড়িতে ঢুকতে নিষেধ করে।

বাদী অভিযোগ করেন, আসামিরা তাদের ক্রসফায়ারের ভয় দেখালে তারা প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, রমজান আলী ও সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯০৬ঘণ্টা, এপ্রিল ০৫,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।