ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিজিএমইএ ভবন

হাইকোর্টের দেওয়া আদেশ ৬ সপ্তাহ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
হাইকোর্টের দেওয়া আদেশ ৬ সপ্তাহ স্থগিত

ঢাকা: রাজধানীর কাওরান বাজারে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নিজস্ব ভবনটি ভেঙ্গে ফেলতে  হাইকোর্টের দেওয়া রায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।


    
বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের (সিএমপি) ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন চেম্বার বিচারপতি।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

শুনানির পর তিনি সাংাদিকদের কাছে বলেন, হাইকোর্টের রায়ের কপি হাতে পেলেই এর বিরুদ্ধে নিয়মিত আপিল আবেদন (লিভ টু আপিল) করা হবে।

রোকনউদ্দিন মাহমুদ বলেন, আমরা শুনানিতে বলেছি হাইকোর্ট বিভাগে একটি স্বতঃপ্রণোদিত রুলের পরিপ্রেক্ষিতে রায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছ থেকে এ জায়গা কিনে নিয়েছে বিজিএমইএ। যে জায়গায় ভবন নির্মাণ করা হয়েছে সেখানে কোনও জলাশয় ছিল না। এছাড়া বেগুণবাড়ী খালের জায়গা রপ্তানি উন্নয়ন ব্যুরো বিক্রিও করতে পারে না।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল হাইকোর্ট জায়গার মালিকানা স্বত্ব না থাকা এবং ইমারত ও জলাধার আইন ভঙ্গ করায় ভবনটি অবৈধ ঘোষণা করেন।

আদালত ৯০ দিনের মধ্যে ভবনটি খালি করতে বলেন এবং ৯০ দিন পর বিজিএমইএর নিজস্ব খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেন।

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই এ রায় দেন।

একই সঙ্গে ভবনটি নির্মাণের মাধ্যমে বিজিএমইএ যে ফৌজদারি অপরাধ করেছে তাও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা জেলা প্রশাসক ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন আদালত।

এছাড়া হাতিরঝিল প্রকল্প যেভাবে পরিকল্পনা আছে সেভাবে চলার নির্দেশ দিয়েছেন।

২০১০ সালে ৩ অক্টোবর বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এরই পরিপ্রেক্ষিতে রোববার আদালত ওই আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।