ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কঙ্গোয় নিহত মেজর জিয়াউলের ঢাকায় ও কর্পোরাল ইউনূসের বাড়ি চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা: আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনসাসায় সোমবার সন্ধ্যায় বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর দু’সদস্যের পরিচয় জানা গেছে।

এদের মধ্যে মেজর কে এম জিয়াউল হক ঢাকার উত্তর যাত্রাবাড়ি এবং কর্পোরাল ইউনূস মিয়ার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।



মেজর জিয়াউল হকের স্থায়ী ঠিকানা উত্তর যাত্রাবাড়ি হলেও তিনি পরিবার নিয়ে ঢাকার বনানীতে থাকতেন। কর্পোরল ইউনূসের স্বজনরা অবশ্য সাতকানিয়াতেই থাকেন।  

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের একটি বিশেষ সূত্র এই পরিচয় বাংলানিউজকে নিশ্চিত করেছে। তবে আস্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই দু’জনের নাম-ঠিকানা জানাতে পারেনি।

জাতিসংঘের নিজস্ব বিমান বোম্বারডিয়ার সিআরজে-৩০০ বিমানটি দুর্ঘটনায় ওই দু’জনসহ ৩২ জনের প্রাণহানি ঘটে।

নিহত বাংলাদেশিরা কঙ্গো জাতিসংঘ শান্তি মিশনের বাংলাদেশ-৬ ইউনিটে কর্মরত ছিলেন।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিউইউর্কে সংবাদ মাধ্যমকে জানান, বিমানটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ৩২ জনই মারা গেছেন। একজন বেঁচে আছেন। তার চিকিৎসা চলছে।

কঙ্গোর কিনসাংগানি শহর থেকে বিমানটি কিনসাসার ডিজিলি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।  

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উদ্ধারকৃত ‘ব্ল্যাকবক্স’ পরীক্ষা করা হচ্ছে বলেও জানান জাতিসংঘের ওই মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।