ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে খাদ্যপণ্যের দাম কম : মতিয়া চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে খাদ্যপণ্যের দাম কম : মতিয়া চৌধুরী

ঢাকা: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে খাদ্যপণ্যের দাম অনেক কম।

উদাহরণ হিসেবে তিনি বলেন, ভারতে এক কেজি পেঁয়াজের দাম ৭০ রূপি আর আমাদের দেশে সেই পেঁয়াজের দাম সর্বোচ্চ ২৫ টাকা।



মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড’ এর বার্ষিক পরিবেশক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খামার এবং ভোক্তা একে অপরের পরিপূরক।
তাই সহজ মুনাফার কথা চিন্তা না করে ভোক্তাদের অধিকারের প্রতি খেয়াল রাখতে উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইস্তেহারে সবার জন্য কর্মসংস্থানের কথা বলা হয়েছে। কিন্তু সবাইকে সরকারি চাকরি দেওয়া হয়তো সম্ভব হবে না। তাই বেসরকারি খাতের বিকাশে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। ’

আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, কৃষিক্ষেত্রে অবদানের জন্য স্বর্ণপদক পাওয়া এ প্রতিষ্ঠানটি দেশের মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ জনগণের কর্মসংস্থানের জন্যও কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্যসম্মত পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে মুরগি মোটাতাজা করতে শিল্পকারখানা বা ট্যানারির বর্জ্য দিয়ে খাবার তৈরি না করতে পোল্ট্রিফার্ম মালিকদের পরামর্শ দেন কৃষিমন্ত্রী।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( মহাপরিচালক, বীজ উইং) আনোয়ার ফারুক বলেন, মুরগির বাচ্চার দাম নির্ধারণের ক্ষেত্রে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজনেস এশিয়ার ডিরেক্টর  ডেভিড ফাইফ, ফজলে রহিম খান প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ পরিবেশকদের আফতাব বহুমুখী র্ফামস লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সময় : ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।