ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ৪৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা: রাজনৈতিক হয়রানি মূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি আরও ৪৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। মঙ্গলবার কমিটির ২৮তম সভায় এ সুপারিশ করা হয়।



সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রেস ব্রিফিংএ এতথ্য জানিয়ে বলেন, আজকের সভায় ৫১১টি মামলা উত্থাপন করা হয়। আমরা ৪৯টি প্রত্যাহারের সুপারিশ করেছি। আরও ২৯৫টি মামলা সুপারিশ করা হয়নি। এগুলো নামঞ্জুর করা হয়েছে।

তিনি জানান, আরও ৬৭টি মামলা আরও পরীক্ষা নিরীক্ষার জন্য রেখে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, এপর্যন্ত জাতীয় কমিটিতে মামলা এসেছে  ১০হাজার ৫৩৬টি। এর মধ্যে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে ৭ হাজার ৩১টি।

আগামী একটি মিটিং আরও শ‘দুয়েক মামলা আমাদের কাছে আসতে পারে। আশাকরছি আর একটি মিটিংএ এগুলো শেষ হয়ে যাবে।


বাংলাদেশ সময়: ১৪৪০ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad