ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সালথা উপজেলা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি নিজামদ্দিনসহ গ্রেপ্তার ৩৪

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ফরিদপুর: ৪ এপ্রিলের হরতালকে কেন্দ্র করে পিকেটিং ও সংঘর্ষের ঘটনায় ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় সালথা উপজেলা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি নিজামদ্দিনসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর সদর, ভাংগা ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সোমবার ইসলামী আইন বস্তবায়ন কমিটির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ফরিদপুর সদর ও নগরকান্দা উপজেলায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।



এসব ঘটনায় পুলিশ হরতালকারীদের বিরুদ্ধে অগ্নি সংযোগ, সরকারি সম্পত্তি ধ্বংস ও জনগণের নিরাপত্তা বিঘিœত করার অভিযোগে কোতোয়ালী, ভাংগা ও নগরকান্দা থানায় ৩টি মামলা দায়ের করে।

এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সালথা উপজেলা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নিজামদ্দিনসহ ফরিদপুর সদরের ৬, ভাংগার ৮ ও নগরকান্দার ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।