ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীর সোনাগাজীতে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণ লুট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ফেনী: ফেনীর সোনাগাজী বাজারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ডাকাতরা এতিমখানা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ও সোনাগাজী বাজারের সেন জুয়েলার্সের মালিক নুপুর সেনের বাসার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ।

পরে রুমের আলমিরা ভেঙ্গে ভিতরে রাখা বিভিন্ন লোকজনের বন্ধক ৪০ ভরি স্বর্ণ লুট করে ডাকাত দল পালিয়ে যায়।

এ সময় নুপুর সেন নিজ দোকানে ও তার স্ত্রী কনিকা সেন সোনাগাজী মডেল একাডেমিতে কর্মরত ছিলেন।

সোনগাাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদ আলম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।