ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে হেমিও চিকিৎসক অপহরণ মামলায় মুফতি ইজাহারুলের জামিন

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

ঢাকা: ঢাকার মিরপুরের হোমিও চিকিৎসক আজিজ অপহরণ মামলায় মুফতি ইজাহারুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত।  

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক দশ হাজার টাকার মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।


মামলার শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট আবু তৈয়ব।

২০০৩ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের যাবার পথে অপহরণ হন ডাক্তার আজিজ। এ অভিযোগে তার স্ত্রী ফারজানা রেজা জুই ২৩ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।

মিরপুর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে ২০০৭ সালের ১২ মে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদী প্রতিবেদনের বিরুদ্ধে

নারাজি দাখিল করলে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর মামলাটি তদন্ত করছেন।

তদন্তে অধিকতর তদন্তে মুফতি ইজাহারুল ইসলামকে এ মামলায় অর্ন্তভূক্ত করা হয়। এ মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।