ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর পদে যোগ দিলেন এ জেড এম শফিকুল আলম

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর পদে যোগ দিলেন এ জেড এম শফিকুল আলম

ঢাকা: সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (ভারপ্রাপ্ত) পদে যোগ দিয়েছেন এ জেড এম শফিকুল আলম।

এরআগে এ পদে থাকা সরকারের সচিব এম দেলোয়ার হোসেন স্বেচ্ছা অবসরে যান।


বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের ওই কর্মকর্তা এর আগে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

কেন্দ্রের পরিচালক (প্রশাসন) পরিতোষ চন্দ্র দাস জানান, এর আগে এ জেড এম শফিকুল আলম বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও মাঠ প্রশাসন ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপ-সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসএস (অর্নাস) ও এমএসসি ডিগ্রী অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও নেদারল্যান্ডস থেকে উন্নয়ন প্রশাসনে এম এ ডিগ্রি অর্জন করেন।

যোগদানের প্রতিক্রিয়ায় শফিকুল আলম জানান, আগেও দীর্ঘ সময় আমি এখানে কাজ করেছি। এখানকার আলো বাতাস আমার কাছে খুব পরিচিত। জনপ্রশাসন ব্যবস্থাকে জন কল্যাণমুখী ও ডিজিটাল করতে নিজের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

বাংলাদেশ সময়: ১২১২ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।