ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরের জাজিরায় গণপিটুনীতে ১ ডাকাত নিহত, আহত ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

শরীয়তপুর: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোররাতে গ্রামবাসীর পিটুনীতে এক ডাকাত নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে।

নিহতের নাম মোতালেব মোল্লা (৩৯) এবং আহতরা হলেন খবির মোল্লা (৩৬) ও নূর মোহাম্মদ (৩৮)।

এদের মধ্যে মোতালেব ও খবিরের বাড়ি জাজিরা এবং নূর মোহাম্মদের বাড়ি মাদারীপুরের শিবচরে।

জাজিরা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে বড়কান্দি গ্রামের সোবহান মৃধার বাড়িতে একদল ডাকাত ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী বুঝতে পেরে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় এলাকাবাসী ৩ ডাকাতকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলে মোতালেব মারা যায় এবং বাকী দু’জনকে মুমূর্ষ অবস্থায় ফেলে রাখা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বাংলানিউজকে বলেন, খবর পেয়ে জাজিরা থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়:  ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।