ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সোমবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে কাল বৈশাখী ঝড় প্রথম বয়ে যায় উপজেলার ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নের উপর দিয়ে।



ফতেপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মহিবুর রহমান বাংলানিউজকে জানান, তার ইউনিয়নের গাছতলা বাজার ও রায়পুর, ফুলভরি, ঘাগটিয়া, কাটাখালী, বাগুয়া, অনন্তপুর, কলাচানপুর, শালমারাসহ বেশ কয়েকটি গ্রামের ৭০-৮০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।

এদিকে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সলুকাবাদ ইউনিয়নে আরো ২০-২৫টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানান, মঙ্গলবার দুপুরের মধ্যে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।