ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কঙ্গোতে বিমান দুর্ঘটনায় বাংলাদেশের ২ সেনা সদস্যসহ নিহত ৩২

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
কঙ্গোতে বিমান দুর্ঘটনায় বাংলাদেশের ২ সেনা সদস্যসহ নিহত  ৩২

ঢাকা: আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই বাংলাদেশিসহ ৩২জন নিহত হয়েছে। ছোট ওই বিমানটিতে জাতিসংঘের কর্মকর্তা ছাড়াও শান্তিরক্ষা মিশনের সৈন্যরা ছিলেন।



নিহত দুই বাংলাদেশি হলেন সেনাবাহিনীর মেজর কে এম জিয়াউল হক ও কর্পোরাল ইউনূস মিয়া।

জাতিসংঘ শান্তিবাহিনীর বরাত দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সূত্র সোমবার রাতে এ তথ্য জানায়।

জাতিসংঘ কর্মকর্তা ফারহান হক বার্তা সংস্থা সিএনএনকে দুর্ঘটনায় ৩২ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান ৩৩ যাত্রীর একজন বেঁচে আছেন।

তবে জাতিসংঘের সূত্রে জানাগেছে, বিমানটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। বিমান তীব্রগতিতে মাটিতে আছড়ে পড়ে। এতে বিমানটি দুই খ- হয়ে আগুন ধরে যায়। এসময় প্রচ- বাতাস বইছিলো।

কঙ্গোর কিনসাংগানি শহর থেকে বিমানটি কিনসাসার ডিজিলি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।

গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। বিমান দুর্ঘটনার ঘটনার আগে দেশটিতে শান্তিরক্ষা বাহিনীর ৮ সৈন্য মারা গেছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১০ সালের ২৮ মে গৃহীত ১৯২৫ সিদ্ধান্ত অনুযায়ী কঙ্গোতে জাতিসংঘ বাহিনী নিয়োজিত করা হয়।

সর্বশেষ ২৮ ফেব্রয়ারির তথ্য অনুযায়ী, কঙ্গোতে ১৯ হাজার ১৩৬ জন শান্তিরক্ষী কর্মরত আছেন। এদের মধ্যে ১৭ হাজার ১২৯ জন সেনা কর্মকর্তা-সৈনিক, ৭৩৭ জন সেনা পর্যবেক্ষক, ১ হাজার ২৭০ জন পুলিশ, ৯৬৪ জন বিদেশি অসামরিক কর্মী, ২ হাজার ৮০৫ জন স্থানীয় কর্মী এবং ৫৬৩ জন স্বেচ্ছাসেবক জাতিসংঘের হয়ে কাজ করছেন।  

কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নাম হলো ইউনাইটেড ন্যাশনস অর্গানাইজেশন স্টাবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (এমওএনইউএসসিও)।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপালসহ ৫২ দেশের সেনা সদস্য ওই মিশনে রয়েছেন। বাংলাদেশের কয়েকজন পুলিশও ওই মিশনটিতে রয়েছেন।  

কঙ্গোর শান্তিরক্ষা মিশনটি পরিচালনায় গত জুলাই থেকে আগামী জুন পর্যন্ত খরচ ধরা হয়েছে ১৩৬ কোটি ৯০ লাখ ইউএস ডলার।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।