ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে ৪ হোটেলের জরিমানা, ২ ওষুধের দোকান সিলগালা

শ্রীপুর সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১

শ্রীপুর (গাজীপুর): নোংরা পরিবেশে পচা ও বাসি খাবার পরিবেশনের অভিযোগে জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় চারটি খাবার হোটেলের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, একই এলাকায় ভুয়া ডাক্তার পরিচালিত ভেষজ ওষুধের দুটি দোকান সিলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের একই টিম।



শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশিস নাগের নেতৃত্বে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

যেসব হোটেলের কাছ থেকে জরিমানা আদায় করা হয় সেগুলো হচ্ছে বরমী হোটেল, সোহাগ হোটেল, রাজধানী হোটেল ও আদি ধামরাই মিষ্টান্ন ভা-ার।

অপরদিকে, সিলগালা করে বন্ধ করে দেওয়া ওষুধের দোকানগুলো হচ্ছে স্বর্ণলতা হারবাল ও ইন্ডিয়ান হারবাল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তার নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল ইউএনওকে সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।