ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তানোরে মন্দির থেকে ২ কোটি টাকা মূল্যের মূর্তি চুরি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার এক মন্দির থেকে নারায়ণশীলা নামে ২ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের একটি মূর্তি চুরি হয়ে গেছে।

রোববার দিনগত রাতের কোনো এক সময় তানোর পৌর এলাকার তালন্দ মদনমোহন দেব বিগ্রহ মন্দিরে এ ঘটনা ঘটে।



এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার মজুমদার বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত রোববার দিনগত রাতে মন্দিরের লোহার কেচি গেটের তালা ভেঙে মন্দিরের ভেতর থেকে কে বা কারা কষ্টি পাথরের নারায়ণশীলা মূর্তি চুরি করে নিয়ে গেছে।
 
মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, ‘সোমবার সকাল ৬টার দিকে তালন্দ গ্রামের রথীন্দ্রনাথ ধর পূজা দিতে গিয়ে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা। মন্দিরের ভেতরে গিয়ে দেখেন, নারায়ণশীলাটি মন্দিরে নেই। ’

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সম্ভুনাথ দাস বলেন, ‘চুরি হয়ে যাওয়া কষ্টি পাথরের নারায়ণশীলা মূর্তিটির মূল্য প্রায় ২ কোটি টাকা। ’

তিনি বলেন, ‘মন্দির থেকে মূর্তি চুরি ঘটনা উদ্বেগজনক। তাই থানায় মামলা করা হয়েছে। ’

তানোর থানার সেকেন্ড অফিসার (ভারপ্রাপ্ত ওসি) আব্দুল হাই মূর্তি চুরি সংক্রান্ত মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ‘এটি ধর্মীয় ব্যাপার। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে ক্ষতিয়ে দেখছে। ’

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।