ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১

সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

সোমবার সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বিজয়ী ও  পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মোরশেদ আলীর কর্মী সমর্থকরা পরাজিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।   আব্দুল হামিদ বাড়ির বাইরে এলে তারা বেদম মারপিট করতে থাকে। এ সময় তার পরিবারের অন্য সদস্যরা ছুটে আসলে তারাও হামলার শিকার হয়ে আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে বেলা ১২ টার দিকে আঃ হামিদের সমর্থকরা মোরশেদের কর্মীদের ওপর পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের ২০ জন কর্মী-সমর্থক আহত হয়।

আহতদের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
 
অপরদিকে সকাল ১১ টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা আবু তালেবের কর্মী-সমর্থকরা দমোদরকাটি গ্রামের মিজানুর রহমানকে (৩৮) হাতুড়িপেটা করে হাত-পা ভেঙ্গে দিয়েছে।

সকাল ৮ টার দিকে উপজেলার কেড়াগাছী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার তৌহিদ ও পরাজিত প্রার্থী ইনছুরের কর্মী-সমর্থকদের  সংঘর্ষে ১০ জন আহত হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, কলারোয় বিভিন্ন ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।