ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিউনিসিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমানের আরও তিনটি ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১

ঢাকা: লিবিয়া থেকে তিউনিসিয়া সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলে, ‘তিউনিসিয়ার জেরবা বিমানবন্দর থেকে আগামী ৬, ৮ ও ১০ এপ্রিল এ তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।



লিবিয়া থেকে গত কয়েকদিনে নতুন করে তিউনিসিয়ায় যাওয়াসহ সোমবার পর্যন্ত প্রায় ৯শ’ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে লিবিয়া-মিশর সীমান্তে সোমবার পর্যন্ত আর কোনো বাংলাদেশি অপেক্ষায় নেই। মিশরের আল সালৌম সীমান্তে ১ এপ্রিল পর্যন্ত দুই হাজার ৫২৮ জন বাংলাদেশি নাগরিকের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেন বাংলাদেশের কর্মকর্তারা। এদের পাসপোর্ট ছিল না।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার দুপুর পর্যন্ত লিবিয়া থেকে ৩৪ হাজার ১৯৮ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।

লিবিয়া থেকে দেশে আসাদের জন্য এ পর্যন্ত ১২৫টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে। এদের মধ্যে ১১২টি আইওএম ও সরকারের ব্যবস্থাপনায় এবং ১৩টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ