ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদিআরবে বাংলাদেশি কর্মী পাঠানোর সমঝোতা স্মারক সই হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
সৌদিআরবে বাংলাদেশি কর্মী পাঠানোর সমঝোতা স্মারক সই হচ্ছে

ঢাকা: বাংলাদেশ থেকে নতুন করে গৃহকর্মী, গাড়িচালক, নিরাপত্তাকর্মী ও বাগানের মালি হিসেবে বাংলাদেশ থেকে জনশক্তি  নেবে সৌদি আরব।

সোমবার ঢাকায় দেশটির জনশক্তি আমদানিকারকরা বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।



সৌদি আরবের জনশক্তি আমদানিকারকদের সংগঠন ‘সোনারকম’ ও বায়রা সোমবার রাজধানীর বায়রা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

জনশক্তি আমদানি করতে মঙ্গলবার বায়রার সঙ্গে ‘সোনারকম’-এর একটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান বায়রা সভাপতি আবুল বাশার।

বাংলাদেশ থেকে দীর্ঘদিন জনশক্তি আমদানি অনানুষ্ঠানিকভাবে বন্ধ রাখে সৌদি আরব। এরপর সরকার ও বায়রার উদ্যোগে মধ্যপ্রাচ্যের দেশটিতে জনশক্তি রপ্তানির দরজা ফের খুলে যাচ্ছে।

আবুল বাশার বলেন, ‘আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট শ্রেণীর কর্মীদের সৌদি আরব পাঠানো শুরু হবে আগামী দুই-এক মাসের মধ্যে। ’

তিনি বলেন, ‘ওই চার পেশার শ্রমিক রপ্তানির ক্ষেত্রে এতোদিন নিষেধাজ্ঞা ছিলো, তবে এখন তা তুলে নেওয়া হয়েছে।

সৌদি আরবে নতুন করে যাওয়া গাড়িচালকরা মাসে ৮০০ (প্রায় ১৬ হাজার টাকা) সৌদি রিয়াল এবং নিরাপত্তারক্ষী, বাগানের মালি ও গৃহকর্মীদের বেতন হবে গড়ে ৬০০ সৌদি রিয়াল (প্রায় ১২ হাজার টাকা)।

এর বাইরে খাওয়া খরচ হিসাবে তাদের দেওয়া হবে ২০০ রিয়াল।

বায়রার সভাপতি বলেন, ‘নারীরা সৌদি আরবে গৃহকর্মী হিসেবে বিনা খরচে যেতে পারবেন। ’  

তিনি বলেন, ‘তবে গাড়িচালক, বাগানের মালি ও নিরাপত্তাকর্মী হিসেবে যেতে পুরুষদের একপথের বিমান ভাড়া দিতে হবে। ’

বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয় নিয়ে আলোচনা করতে ‘সোনারকম’ প্রতিনিধিদল রোববার ঢাকায় আসে।

সোনারকমের চেয়ারম্যান সাদ নাহার আল-বাদ্দাহ বলেন, দুই অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের নিয়ে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। প্রতি ছয় মাস অন্তর এই কমিটি বৈঠক করবে।

নারী কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌদি আরবের মানবাধিকার সংস্থার সঙ্গে তার সমিতির চুক্তি রয়েছে। কর্মীরা যে কোনো অভিযোগ সেখানে দিতে পারবেন। ’

তিনি জানান, সৌদি আরবে চিকিৎসক, সেবিকা প্রকৌশলীর চাহিদা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।