ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝড়ে জয়পুরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচ উপজেলার উপর দিয়ে সোমবার বিকেলে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনজুর হাসান বাংলানিউজকে জানান, জেলায় প্রায় সহস্রাধিক গাছপালা উপড়ে গেছে।

এছাড়া ২ শতাধিক বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে। বেশ কিছু মাটির  বাড়িও ধসে গেছে।

জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বিকেলে সাড়ে ৩ টা থেকে প্রায় আধাঘণ্টার ঝড়ে জয়পুরহাটে ফসলের ব্যাপক ক্ষতি না হলেও ছোট বড় অনেক গাছ উপড়ে গেছে।

জেলার পাঁচবিবি উপজেলায় ১০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।