ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ প্রার্থীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিয়া এ আদেশ দেন।



দন্ডপ্রাপ্তের নাম মোহাম্মদ হায়দার আলী মোল্লা। তিনি উপজেলার ভরপাশা ইউপির ৭ নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ৭ ভোটে হেরে যান তিনি। এরপর তিনি ব্যালট পেপারসহ বাক্স ছিনতাই করেন।

এ ঘটনায় রাতেই পুলিশ হায়দার আলীসহ ১৮ জনকে আটক করে।

বিচারক আটককৃতদের মধ্যে শুধু হায়দার আলী মোল্লাকে দণ্ড দিয়ে অপর ১৭ জনকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ