ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক।

শুক্রবার উপজেলার আগানগর ইউনিয়নের লুনদিয়া গ্রামে সকাল ও দুপুরে দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগানগর ইউনিয়নের লুনদিয়া গ্রামের হাজীবাড়ি ও আল বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গত রোববার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।