ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী কলেজের ১৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

রাজশাহী: নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রাজশাহী কলেজের ১৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।

শুক্রবার দুপুরে কেক কেটে দু’দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।



কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী রেজা মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বক্তারা বলেন, ১৩৯ বছরের প্রাচীন এই প্রতিষ্ঠানটি শুধু জ্ঞান বিস্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। প্রখ্যাত পন্ডিত ও গবেষকদের চারণভূমি হিসেবেও খ্যাতি পেয়েছে কলেজটি।

৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে তৎকালীন ব্রিটিশ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন এই কলেজের শিক্ষার্থীরা।  
উল্লেখ্য, ১৮২৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ‘বাউলিয়া ইংলিশ স্কুলটি ১৮৩৬ খ্রিস্টাব্দে রূপান্তরিত হয় কলেজিয়েট স্কুলে।

আর ১৮৭৩ খ্রিস্টাব্দে ৫ জন হিন্দু ও একজন মুসলমান শিক্ষার্থী নিয়ে কলেজিয়েট স্কুল উন্নীত হয় কলেজে।

এরপর থেকে এটি রাজশাহী কলেজ নামে পরিচিতি পায়।

বাংলাদেশ সময় : ১৭০৭ ঘন্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।