ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বারুনী স্নানে এসে মনু নদীতে স্কুলছাত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

মৌলভীবাজার: মৌলভীবাজারের মনু নদীতে পুজো করতে নেমে শুক্রবার মনীষা ঘোষ (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সে মৌলভীবাজার জেলা বারের সিনিওর আইনজীবী অমূল্য ঘোষের কন্যা।



অমূল্য ঘোষ শুক্রবার দুপুর বারটায় বাংলানিউজকে জানান, বারুনী স্নান উপলক্ষে বন্ধুদের নিয়ে সকাল আটটার দিকে মনীষা মনু নদীতে পুজো করতে যায়। নদীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে পুজো করার সময় হঠাৎ স্রোতে তাল হারিয়ে নদীতে তলিয়ে যায় মনীষা।

মনীষা সাতার জানে না বলে জানান অমূল্য ঘোষ।

দুপুর বারটা পর্যন্ত মনীষার কোনও খোঁজ পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মনীষার খোঁজে মৌলভীবাজারের স্থানীয় ডুবুরিরা অভিযান চালাচ্ছেন। ঢাকা থেকেও ফায়ার সার্ভিসের ডুবুরিদল রওনা হয়েছে মৌলভীবাজারের উদ্দেশ্যে।

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে শুক্রবার সকালে মনু নদীতে প্রচণ্ড স্রোত ছিল।

মনীষা মৌলভীবাজার আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, পানি থেকে উদ্ধারের প্রয়োজনীয় ইকুইপমেন্ট মৌলভীবাজার ফায়ার সার্ভিসের না থাকায় উদ্ধারে কিছুটা বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।