ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরের বাগাদী বাজারে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই, আহত ৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী বাজারে শুক্রবার সকালে আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

আগুনে আহত হয়েছেন ৫ জন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনিরুল আলম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সিবাস চন্দ্র শীল, লক্ষ্মী নারায়ণ শীল, ইকবাল হোসেন, কমল তালুকদার লোকমান খান মুদি দোকান ও চন্দন সরকারের মুদি দোকান এবং রাশেদ তালুকদারের সার-কীটনাশকের দোকান।

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায় লোকমান খান অবশ্য ক্ষয়ক্ষতির পরিমান আরো বেশি বলে দাবী করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।