ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছেলের বাসায় কারামুক্ত আলীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল আলীমকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময় তাকে মুক্তি দেয় কারা প্রশাসন।



জামিনের শর্তানুযায়ী তাকে ছেলে ফয়সাল আলীমের বানানীর (২/১ ও ২/বি, বাড়ি ৮১, রোড নম্বর ৩, ব্লক এফ) বাসায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিলেও কারাগার লকআপ হয়ে যাওয়ার পর তার জামিনের কাগজপত্র পাওয়ায় কারা কর্তৃপক্ষ এদিন তাকে মুক্তি দেয়নি।

বয়স ও অসুস্থতার কারণে মানবিক দিক বিবেচনা করে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল কয়েকটি শর্তে তার জামিন মঞ্জুর করেন।

আগামী ২৮ এপ্রিল তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১১   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad