ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাঙ্গা পৌরসভা নির্বাচন শনিবার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন শনিবার। দীর্ঘ ১০ বছর পর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভা ১৯৯৭  সালে প্রতিষ্ঠিত হয়। ৮.৫ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসাভায় দ্বিতীয় বারের মত নির্বাচন আগামীকাল ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। এরই মধ্যে মনোনয়ন পত্র দাখিল, প্রত্যাহার ও প্রতিক বরাদ্দের কাজ শেষ করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে আজ শুক্রবার বিকেল ৩টা হতে ব্যালট ও ব্যালট বক্স পাঠানো হবে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (রিটার্নিং অফিসার) বাবর আলী মীর জানান, নানা আইনি জটিলতা কাটিয়ে ১০ বছর পর শনিবার অনুষ্ঠিত হবে এ পৌরসভার নির্বাচন। নির্বাচনে ২০ হাজার ১শ’ ৭৩ জন  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৯শ ১৬ জন এবং নারী ১০ হাজার ২শ ৫৭ জন।

পৌরসভার ১২ টি কেন্দ্রে এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

মেয়র পদে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত প্রাথী আবু ফয়েজ মো. রেজা (তালা), ভাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি ও বিএনপি সমর্থিত প্রার্থী আবু জাফর মুন্সি (কাপ-পিরিচ), স্বতন্ত্র প্রার্থী হলেন অ্যাডভোকেট এ.ও.এম. খালেদ (জাহাজ), ডা. রেজাউল করিম (আনারস), লায়ন মো. শহীদুল ইসলাম (টেলিভিশন), আফতাবউদ্দিন ফকির (দেওয়াল ঘড়ি)।

১২টি কেন্দ্র ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১২৮জন পুলিং এজেন্ট থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।