ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ২৯ ইউপি’র নির্বাচন বৃহস্পতিবার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বরিশাল: বরিশালের তিনটি উপজেলার ২৯টি ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার।

উপজেলা তিনটি হলো - বরিশাল সদর, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ।



তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৮শ’ ৩৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৬ হাজার ৮শ’ ৩৩ জন ও নারী ভোটার ১লাখ ৯৮ হাজার।

এখানে ১৬২ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০২ টি অধিক ঝুকিপূর্ণ ও ৪২ টি ঝুকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহিৃত করেছে জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা (ডিএসবি)।

এর আগে গত ২৯ মার্চ জেলার চার উপজেলায় (গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বানারীপাড়া) ২৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিস ও জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বরিশাল সদর উপজেলায় ১০টি ইউনিয়ন রয়েছে।

ইউনিয়নগুলো হলো - চরমোনাই, চরকাউয়া, চরবাড়িয়া, কাশিপুর, রায়পাশা-কড়াপুর, শায়েস্তাবাদ, জাগুয়া, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহন ও চাঁদপুরা।

সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৫৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য ১১৩ জন ও সাধারন সদস্য ৩৯১ জন।

১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার ৮শ’ ৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৬শ’ ৬৫ জন এবং নারী ভোটার ৬১ হাজার ২শ’ ১৭ জন।

এ উপজেলার ৯০টি কেন্দ্রের মধ্যে ২৮টিকে অধিক ঝুকিপূর্ণ ও ১৯টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়নগুলো হলো - আগরপুর (জাহাঙ্গীর নগর), কেদারপুর, দেহেরগতি, চাঁদপাশা, রহমতপুর ও মাধবপাশা।

এখানে মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৭শ’ ৪০ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৫শ’ ১৮ এবং নারী ৪৫ হাজার ২শ’ ২২ জন।

৫৫পি ভোট কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ ও ১০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।

বাবুগঞ্জের ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৪৬ জন। সাধারণ সদস্যের সংখ্যা ৫৩০ জন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রয়েছে ১৪৯ জন।

তিন উপজেলার মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা বেশি। এ উপজেলায় ১৩টি ইউনিয়ন রয়েছে।

এ উপজেলায় ৮৮ জন চেয়াম্যান প্রার্থীকে ভোট দিবেন ১লাখ ৭৬হাজার ২শ’ ১১জন ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮৪ হাজার ৬৫০ জন। নারী ভোটার সংখ্যা ৯১ হাজার ৫শ’ ৬১ জন।

১৩ ইউনিয়নে সাধারন সদস্য প্রার্থী রয়েছে ২৪১ জন ও সংরক্ষিত নারী প্রার্থী রয়েছে ৮২ জন।

এ উপজেলার ১১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টিকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা। ১৩ রয়েছে ঝুকিপূর্ণ।

বরিশাল জেলা নির্বাচন অফিসার মনিরুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।