ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিরোজপুরের ৪ ইউনিয়নে নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

ঢাকা: পিরোজপুরের ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, ১৪৪ ধারা ভঙ্গ করে পিরোজপুর (সদর, জিয়ানগর, নাজিরপুর) সরকার দলীয় সংসদ সদস্য এ.কে.এম আওয়াল ওই এলাকায় সমাবেশ করায় ওই চার ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।



বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র নিশ্চিত করেছে।

চার ইউনিয়নের  কযেকজন ভোটারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউনিয়নগুলো হচ্ছে-পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা, দর্গাপুর এবং নাজিরপুরের শ্রীরামকাঠি, দীর্ঘা ইউনিয়ন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক  বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১ মার্চ শুক্রবার এই ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়,১৮০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।