ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় বিএনপি দলীয় মেয়রের সংবর্ধনাস্থলে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলায় নওগাঁ পৌরসভার মেয়র ও বিএনপি নেতা নাজমুল হক সনির সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে একই সময়ে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিকলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বেলাল বাংলানিউজকে জানান, বুধবার বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদের পক্ষে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়।

এ জন্য ২০ মার্চ অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলে তারা অনুমতিও দেন।

সে অনুযায়ী কয়েকদিন ধরে মাইকিং করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান গোনা ইউপি চেয়ারম্যান।

এদিকে, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ বেতগাড়ী বাজার শাখার নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে একই সময়ে একই স্থানে সমাবেশ ডেকে বুধবার সকালে মাইকিং শুরু করে।

রানীনগরের ভারপ্রাপ্ত ইউএনও আব্দুস সোবহান জানান, ওই এলাকায় শান্তিশৃংখলা রক্ষার্থে বুধবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ঘোষগ্রাম ও বেতগাড়ী বাজারের চারদিকে ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা জানান, সাতদিন আগেই তাদের কর্মসূচি ঠিক করা ছিল।

এ বিষয়ে কথা বলার জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের একাধিক নেতার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বিকেল সাড়ে ৪টায় প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েত করা ছিল।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।