ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ১৫ মাদকসেবীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বগুড়া: বগুড়ায় মাদক সেবন এবং বিক্রির অভিযোগে বুধবার দুপুরে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক এবং বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা পারভীন পৃথকভাবে এই সাজা দেন।



বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদশক মো. আশরাফী বাংলানিউজকে জানান, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধ প্রমাণ হলে বুধবার দুপুরে অভিযুক্তদের এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- শহরের চেলোপাড়া এলাকার মো. রাজা (২৪), মহারাম বাঘা (২৩), মানিক (২৫), আলমগীর হোসেন (২৪), ওসমান (২৭), লিটন (২৮), শুকুর আলী (২৬), কাইলা (৩২), আতাউর রহমান (৩৮), লুড্ডু (২৮), রাহাক (৪০), জাহিদুল (২৬), আজিজার রহমান (৪০), কাজী (১৬) ও আরিফুল ইসলাম রাজীব (২০)।

নারুলী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক আজিজ ম-ল জানান, বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সেবনের অভিযোগে শহরের চেলোপাড়া এলাকার কয়েকটি স্পট থেকে বুধবার তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।