ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ।

বুধবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়।



প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদল কর্মী আহসানউজ্জামান অলিনের চিকিৎসার দাবিতে বেলা ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের ইবলিশ চত্বরে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। এসময়  ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিকসহ পাঁচ নেতাকর্মী আহত হয়।

পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অবস্থান নিয়ে একটি বাস ভাংচূর করে। এরপর গেটে থাকা পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ।

দুপুর একটার পর বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
এদিকে দুপুর একটার দিকে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা এক সমাবেশের ছাত্রদলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।

এ ব্যাপারে রাবি প্রক্টর অধ্যাপক চৌধুরি মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে জানান, ছাত্রদল বারবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে সবধরনের রাজনৈতিক কর্মকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।