ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্বাচন পরবর্তী সহিংসতা: বনারীপাড়ায় আহত ২০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বরিশাল: নির্বাচন পরবর্তী সহিংসতায় বরিশালের বানারীপাড়া উপজেলায় নারীসহ ২০ জন আহত হয়েছে।

বুধবার সকাল ৯টায় উপজেলার বিশারকান্দী ইউনিয়নের মরিচবুনিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।



নির্বাচনে পরাজিত হয়ে এক সাধারণ সদস্য প্রার্থী বিজয়ী প্রার্থীর সমর্ধক একাধিক হিন্দু পরিবারের উপর হামলা চালায়। এসময় একটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ভি করা হয়েছে।

হামলায় আহত রমনি হাওলাদার জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং মরিচবুনিয়া ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সমিরের পক্ষে সমর্থন দেয় ওই এলাকার অধিকাংশ হিন্দু পরিবার। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করে সমির।

এতে ক্ষিপ্ত হয়ে পরাজিত প্রার্থী কুদ্দুস তার লোকজন নিয়ে সমিরের সমর্থকদের ওপর হামলা চালায়।

এব্যাপারে বানারীপাড়া থানার ওসি আমিরুজ্জামান আমির বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত এধরনের ঘটনা খরব পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।