ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নতুন মিডিয়া রাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করছে: নবদীপ শূরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

ঢাকা: ব্লগ, ফেইসবুক কিংবা টুইটারের মতো নতুন মিডিয়া রাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক এবং মিডিয়া বিশেষজ্ঞ নবদীপ শূরী।

মঙ্গলবার ‘পাবলিক ডিপ্লোমেসি, নিউ মিডিয়া অ্যান্ড নেশন ব্রান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।



আলোচনা সভাটির আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান জার্নালিজম ট্রেইনিং অ্যান্ড রিচার্স ইনিশিয়েটিভ (যাত্রী)।

নবদীপ শূরী বলেন, ‘নতুন মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রকে তার পলিসি বদলাতে জনগণ বাধ্য করছে। যার প্রমাণ তিউনিশিয়া, মিশর, লিবিয়াসহ সমগ্র আরব বিশ্বের বর্তমান পরিস্থিতি। ’

আরব বিশ্বের চলমান এ ঘটনায় টুইটার, ফেইসবুক, ইউটিউবের মতো নতুন মিডিয়া ভারতকেও তার পলিসি পরিবর্তন করতে বাধ্য করেছে বলে জানান তিনি।

উদাহরণ হিসেবে নবদীপ বলেন, ‘মিসরে আন্দোলন শুরু হওয়ার সময় সেখানে তিন হাজারেরও বেশি ভারতীয় বিভিন্ন কারণে আটকা পড়েছিল। যদিও ভারতীয় এয়ারলাইন্স কায়রোতে কোনও বিমান পরিচালনা করে না, তবুও নতুন মিডিয়ার চাপের মুখে ভারত সরকার বাধ্য হয়েছে কায়রোতে বিমান পাঠিয়ে তার নাগরিকদের ফিরিয়ে আনতে। ’

শূরী বলেন, ‘নতুন মিডিয়ার ভোক্তা বেশির ভাগ ক্ষেত্রেই ৩০ বছরের নিচের নাগরিকরা। এর ফলে বর্তমান যুগে তাদের কাছে সংবাদের উৎসের কোনও অভাব নেই। যে কোনও দেশের সরকারই এ কারণে নতুন মিডিয়াকে ভয় করে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করে। ’

বাংলাদেশে মাত্র চার ভাগ মানুষের কাছে ইন্টারনেট পৌঁছেছে, সেখানে এর সম্ভাবনা কতটুকু- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে এখন তথ্যের দুয়ার সকলের জন্য উন্মুক্ত হয়েছে। ’

উইকিলিকস সম্পকির্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উইকিলিকস সাংবাদিকতাকে হয়তো নতুন পথ দেখিয়েছে, কিন্তু এর মাধ্যমে ডিপ্লোমেসি পদ্ধতি বিধ্বস্ত হয়েছে। ’

অনুষ্ঠানে যাত্রীর জামিল আহমেদ জানান, যাত্রী খুব তাড়াতাড়ি নতুন মিডিয়ার ওপর ট্রেইনিং ও ফেলোশিপের আয়োজন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী ও ডি-নেটের পরিচালক ক্রিস্টিয়ানা রোজারিও প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২১ ঘন্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad