ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষাখাতে উচ্চতর গবেষণা

৩৪ জনকে তিন কোটি টাকা দিল সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

ঢাকা: ‘শিক্ষাখাতে উচ্চতর গবেষণা কর্মসূচি’র আওতায় ৩৪ জন গবেষককে তিন কোটি তিন লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ‘মূখ্য গবেষক’দের এ অর্থের চেক তুলে দেন।



২০১০-২০১১ অর্থবছরে বরাদ্দ পাওয়া গবেষকদের মধ্যে ১৯ জন গবেষক দ্বিতীয় বছরের জন্য ও বাকি ১৫ জন প্রথম বছরের জন্য গবেষণা কাজে এ সহায়তা পেলেন।

চেক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগের সঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করছে।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানকে গবেষণা কাজে আরো জোর দেওয়ার আহবান জানান।

গবেষকদের মধ্যে দ্বিতীয় বছরের জন্য সহায়তা পাওয়া ১৯ জন হলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ আলী আজাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. হাসিনা খান, অধ্যাপক ড. এস এম ইমামুল হক, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. এ এম সফিকুল আলম, অধ্যাপক খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. মো. গোলাম সারোয়ার, অধ্যাপক সমীর কুমার সাধু, ড. খন্দকার আনিসুল হক, ড. এস এম বজলুর রহমান, অধ্যাপক ড. মো. ইয়াসিন আলী, অধ্যাপক ড. আনিসুল হক, অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ড. গাউছিয়াতুর রেজা বানু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমা চৌধুরী বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া।

প্রথম বছরের জন্য সহায়তাপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমএ বাশার, অধ্যাপক ড. মাহমুদ হাসান, অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ, ড. সাবিতা রেজওয়ানা রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. নবীউল ইসলাম খান, ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, ড. মোহাম্মদ মোস্তফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী আলী আজম, বুয়েট’র ড. আবু সাইদ মো. লতিফুল হক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মজিবুর রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজ এন্ড ইউরোলজি’র ডা. মো. মাসুদ ইকবাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. বিশ্বনাথ সিকদার, অধ্যাপক ড. মো. ইব্রাহিম এইচ মন্ডল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মফিজ উদ্দিন আহমেদ।

চেক প্রদান অনুষ্ঠানে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আমেনা বেগম, যুগ্মসচিব মোহাম্মদ আতোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad