ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনের পক্ষে ইবিতে ভোট ক্যাম্পেইন শুরু

বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

কুষ্টিয়া: বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৫ দিন ব্যাপী ভোট দেওয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর আয়োজন করেছে।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়ে আগামী ৩ এপ্রিল রোববার পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া হবে।

এ উপলক্ষে ক্যাম্পেইনের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি করা হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আহসান-উল-অম্বিয়ার নেতৃত্বে র‌্যালিটি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।

র‌্যালিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ইব্রাহিম আব্দুল্লাহ সিজার ছাড়াও ড. আতিকুর রহমান, সোহানুর রহমান, শামিম হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষক অংশ নেন। তাদের পাশাপাশি দু-শতাধিক শিক্ষার্থীও র‌্যালি করেন।

পরে ছায়া চত্বরে ড. আহসান-উল-অম্বিয়া অনলাইনে সুন্দরবনের পক্ষে ভোট দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।