ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হজের খরচ বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

ঢাকা: এ বছর হজের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রেস বিফিংয়ে জানান, গত বছর ব্যালটি হজ যাত্রীর খরচ ছিলো দুই লাখ ৩১ হাজার ৪০ টাকা । এ বছর সেটা বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৪২ টাকা করা হয়েছে।

এ বছর সরকারিভাবে হজ পালনের জন্য ১৫ হাজার হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন। বেসরকারিভাবে যেতে পারবেন ১ লাখ ৫ হাজার হজযাত্রী।

মোট ১ লাখ ২০ হাজার হজযাত্রী হজ পালনে সৌদি আরব যেতে পারবেন বলে জানান তিনি।

গত বছর বিমান ভাড়া ছিলো ৯৬ হাজার ৯শ’ ২০ টাকা। এবার সেটা করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৫০ টাকা।

এছাড়া হজযাত্রীদের ৩০ হাজার টাকা সঙ্গে নিতে হবে।

সভায় জাতীয় হজনীতি হিজরি ১৪৩১-১৪৩৫ সংশোধন এবং হজ প্যাকেজ ২০১১ এর অনুমোদন দেওয়া হয়।

আবুল কালাম আজাদ আরও জানান, চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী ৬ নভেম্বর হজ পালন শুরু হবে। গত ২ মার্চ সৌদি আরব সরকারের সঙ্গে বাংলাদেশের হজ পালনের উদ্দেশে সেদেশে যাওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।

তিনি বলেন, এর আগে প্রতি ৬০ জন হজযাত্রীর জন্য একজন গাইড ছিলো। এ বছর প্রতি ৪৫ জন হজ যাত্রীর জন্য একজন করে গাইড থাকবে। বেসরকারি নন ব্যালটি হজযাত্রীদের ১ লাখ ৩৩ হাজার টাকা জমা দিতে হবে।

এছাড়া সভায় রাবার বোর্ড আইনের খসড়া অনুমোদনও দেওয়া হয়।

এ ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালে রাবার চাষাবাদের উদ্যোগ নেন। বর্তমানে ৮৩ হাজার ৯শ’ ৮৫ একর জমিতে রাবার চাষ করা হচ্ছে। রাবার চাষের উন্নয়নের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।