ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উপসচিব পদমর্যাদার ৭ কর্মকর্তা ওএসডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

ঢাকা: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাত জন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া চারজনের দপ্তর বদল করা হয়ছে।



সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।  

ওএসডি হওয়া কর্মকর্তারা অবশ্য আগে থেকেই সংস্থাপন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত ছিলেন।

তারা হলেন খাইরুল ইসলাম,  মো. আবুল কালাম আজাদ,  মো. আব্দুল মালেক,  আকমল হোসেন,  সাইফুল্লাহ মকবুল মোর্শেদ,  এসএম শিবলী নাজির এবং মুহাম্মদ আয়েজুদ্দিন।

দপ্তর বদল হওয়া চার উপ-সচিব সংস্থাপন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত ছিলেন। তারা হলেন  মো. গোলাম মোস্তফা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব,  মো. মনিরুজ্জামান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব,  এমএ হালিম অর্থ বিভাগের উপসচিব এবং কমলা রঞ্জন দাসকে বাংলাদেশ টুরিজম বোর্ডে দায়িত্ব পালনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।