ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

গাজীপুর: গাজীপুরে বাস চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা রোববার রাতে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

নিহত শ্রমিক আতাউর রহমান ওরফে উকিল মিয়ার স্ত্রী কল্পনা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় বাসচালকের বিরুদ্ধে মামলা করেছেন।



জয়দেবপুর থানার ওসি এসএম কামরুল ইসলাম বাংলানিউজকে এর সত্যতা স্বীকার করেছেন।

রোববার সকালে কারখানায় যাওয়ার পথে ঢাকা-গাজীপুর সড়কে নিরাপদ পরিবহনের একটি বাস  কয়েকজন শ্রমিককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে সদরের নলজানির বডি ফ্যাশন সোয়েটার কারখানার শ্রমিক আতাউর নিহত এবং আরো ৩ শ্রমিক গুরুতর আহত হন।

এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে সহকর্মীরাসহ আশপাশের কারখানার শ্রমিকরা পার্শ্ববর্তী গাজীপুর-ঢাকা, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর ও ৪টি বাসে অগ্নিসংযোগ করেন।

এ সময় পরিবহন শ্রমিকরাও লাঠিসোঁটা নিয়ে পোশাক শ্রমিকদের ধাওয়া করলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের ২৫-৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে মহাসড়কে প্রায় পৌনে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ, আর্মড ব্যাটালিয়ন পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে।

এদিকে, রোববারের ঘটনায় একজন নিহত হলেও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি সংবাদ সংস্থা ৪ জন নিহত হওয়ার খবর প্রচার করে। এখবর জানতে পেরে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

সংবাদ মাধ্যমের এ দায়িত্বহীন আচরণ অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছেন গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি বলেন, ‘সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়া উচিত। ভুল তথ্য সরবরাহ ও প্রচার সৎ সাংবাদিকতার পরিচায়ক নয়। এতে মানুষ বিভ্রান্ত হয়। ‌’

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।