ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জের গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভষ্মীভূত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরের জালালপুর গুচ্ছগ্রামে রোববার রাতে আগুনে পুড়ে ১০টি ঘর ভষ্মীভূত হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে এনায়েতপুর থানার জালালপুর গুচ্ছ গ্রামের রমজান আলীর স্ত্রী রান্না শেষে চুলার আগুন না নিভিয়েই পাশের বাড়িতে বেড়াতে যান।

একটু পরে তা থেকে ঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যেই আশে পাশের আরো ১০টি ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস পৌঁছার আগেই এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই ভষ্মীভূত হয় ১০টি ঘর, আসবাবপত্র, মজুদ ধান ও মসুর ডাল। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, আগুনে তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

এ ব্যাপারে  সিরাজগঞ্জ দমকল বাহিনীর (ডিএডি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্গম অঞ্চল হওয়ায় এনায়েতপুর পুলিশ ও আমরা সেখানে পৌঁছতে পারিনি। গ্রামবাসীরাই আগুন নিয়ন্ত্রনে আনে।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।