ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝড়ে দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

গোয়ালন্দ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

গোয়ালন্দ ( রাজবাড়ী ): কালবৈশাখীর দরুন সোমবার দুপুর সোয়া দুইটা থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি,লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় যানবাহন বোঝাই করে রো-রো ফেরি আমানত শাহ এবং কে-টাইফ ফেরি কুমারী দৌলতদিয়া ঘাটে এবং রো-রো ফেরি শাহ পরান যানবাহনসহ পাটুরিয়া ঘাটে নোঙর করে আছে।



বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ঝড় শুরু হলে সোয়া দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে দুইটার দিকে রো-রো ফেরি খানজাহান আলী এবং কেরামত আলী যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ঝড়ের কারণে মাঝ নদীতে নোঙর করেছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে বাস, ট্রাক প্রাইভেট কারসহ আড়াইশ’ মতো যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

আটকা পড়া যানবাহনের যাত্রী চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad