ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

কুষ্টিয়া: কুষ্টিয়া ভেড়ামারায় লালন শাহ ব্রিজ সংলগ্ন পাম্প হাউজের কাছে সোমবার ভোর রাতে সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে আবদুল্লাহসহ ৪/৫ জন মাইক্রোবাসযোগে পাম্প হাউজ সংলগ্ন রেল ক্রসিং পার হবার সময় তেল বহনকারী একটি লরির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি উল্টে যায়।



এ সময়  অন্যান্য যাত্রী মাইক্রোবাস থেকে বের হতে পারলেও মাদ্রাসা শিক্ষক ঘটনাস্থলেই মারা যান ।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ পাবনা জেলার সুজানগর উপজেলার ওলাট গ্রামের ওলাট সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।