ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে তিন দিনব্যাপী জাতীয় কৃষি মেলা শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১
ঝিনাইদহে তিন দিনব্যাপী জাতীয় কৃষি মেলা শুরু

ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে সোমবার সকালে তিন দিনব্যাপী জাতীয় কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।

সকাল সাড়ে ১০টার দিকে যৌথভাবে কৃষি সম্প্রসারণ, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু। এ সময় তিনি প্রযুক্তি সম্পর্কিত স্টলগুলো ঘুরে দেখেন।

মেলা উপলক্ষ্যে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি- বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে গিয়ে শেষ হয়।

এ র‌্যালিতে জেলা প্রশাসক রমা রানী রায় ও পুলিশ সুপার রেজাউল করিমসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন খামার মালিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

মেলায় কৃষিচাষে প্রযুক্তির উন্নয়ন, হাস-মুরগি, গবাদী পশু ও মাছ চাষের উপর ৪০টি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।