ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে টিচার্স ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঈশ্বরদী সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

ঈশ্বরদী: বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেল, চাকরি জাতীয়করনসহ শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ঈশ্বরদী কলেজ টিচার্স ফোরাম মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

রোববার সকাল ১০ টায় ঈশ্বরদীর জিরো পয়েন্টে এসব কর্মসূচি পালন করা হয়।



প্রায় দেড় ঘন্টা মানববন্ধনকালে সমাবেশে বক্তব্য রাখেন কলেজ টিচার্স ফোরামের সভাপতি প্রভাষক আতাউল হক নান্নু, সাধারণ সম্পাদক খায়রুল কবীর লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আয়নুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক, কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ, শহিদুল হক শাহিন, আবুল হাসেম, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাজমা খাতুন, আব্দুর রশিদ, মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার প্রমুখ।

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘন্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ